বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য জ্বালাও-পোড়াও আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই হচ্ছে জ্বালাও-পোড়াও আন্দোলন৷

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷

বিএনপির আন্দোলনে সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি জামায়াত তো জ্বালাও-পোড়াও আজকে করছে না৷ আপনারা ২০১৩-১৪ সালে দেখেছেন না, কীভাবে তারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে? বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীবজন্তু পর্যন্ত বাদ যায়নি। আপনারা তো সেই দৃশ্য দেখেছেন৷ বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই এটি৷'

তিনি আরও বলেন, 'বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, আর আমাদের প্রধানমন্ত্রী বার্ন হসপিটাল তৈরি করে তাদের শুশ্রূষা করেছেন৷'

'আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এ জন্য প্রস্তুত আছে। যারাই এ ধরনের অপকর্ম করছেন, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবো,' যোগ করেন তিনি৷

কিশোর অপরাধ ও মাদকের বিস্তৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'করোনার সময় স্কুল-কলেজগুলো বন্ধ ছিল। আমাদের সবকিছুতেই একটা স্থবিরতা এসেছিল। সেই সময় কিশোর গ্যাং নামে নতুন অস্থিরতা শুরু হয়েছে। তারা না বুঝেই অনেক অপরাধে জড়িত হচ্ছে। এদের সংশোধনের জন্য অভিভাবক, সমাজের নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। তাদের বয়স এমন যে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যায় না। তারপরও সামাজিকভাবে যেখানে যা করার প্রয়োজন, করা হচ্ছে।'

তিনি বলেন, 'আমাদের দেশে মাদক তৈরি হয় না, পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসে। আমাদের বর্ডার গার্ড, কোস্টগার্ড সতর্কতার সঙ্গে কাজ করছে। তারপরও মাদক আসছে। মিয়ানমার থেকে ইয়াবা ও ভারত থেকে ফেনসিডিল আসে। ভারত থেকে ফেনসিডিল আসার প্রবণতা অনেকটা কমে গেছে। তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। মিয়ানমারের সঙ্গে কথা বললেও কোনো ফল হচ্ছে না। আমরা এ বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কোস্টগার্ড, বিজিবিকে আরও শক্তিশালী করছি। ইতোমধ্যে বিজিবিকে শক্তিশালী করার জন্য তাদের হেলিকপ্টার দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'নতুন প্রজন্মকে যদি ধরে রাখতে না পারি, তাদের যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারি, তাহলে দেশ যেদিকে যাওয়ার চিন্তা করছে তা অসম্ভব হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

3h ago