সরকার চক্রান্ত করছে, সর্তক থাকতে হবে: মির্জা ফখরুল

‘গত ২ দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এখানে নাকি সন্ত্রাস, সাম্প্রদায়িক আক্রমণ হতে পারে। আওয়ামী লীগ এই আক্রমণ করে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে।’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ। ছবি: এমরান হোসেন/স্টার

বিরোধী দলের ওপর দোষ চাপাতে সরকার চক্রান্ত করছে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে বিএনপির গণমিছিল শেষে নয়াপল্টনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'ওরা চক্রান্ত করছে। গত ২ দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এখানে নাকি সন্ত্রাস, সাম্প্রদায়িক আক্রমণ হতে পারে। আওয়ামী লীগ এই আক্রমণ করে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। এ জন্য সবাই সর্তক থাকতে হবে।'

তিনি বলেন, 'আজকে জনগণ রাস্তায় নেমে যে আওয়াজ তুলছে, তাকে রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। বুকে আরও সাহস নিয়ে রাস্তায় নেমে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে।'

'কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দল-মত নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ আন্দোলনে এদের পরাজিত করতে হবে। বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করছেন, সামনে আরও কষ্ট হবে। এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আমরা এ দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।'

এক দফা দাবি তুলে ধরে তিনি বলেন, 'সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।'

সরকারের পদত্যাগে এক দফার যুগপত আন্দোলনের অংশ হিসেবে আজ বিকেলে রামপুরা ও কমলাপুর থেকে দুটি গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে শেষ হয়।

বিকেল ৫টার দিকে হাজারো নেতাকর্মী বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে নয়াপল্টনে উপস্থিত হন।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ (নূর), গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য আজ ঢাকায় গণমিছিল করেছে।

Comments

The Daily Star  | English

WB agrees to provide budget support to Bangladesh, says Salehuddin

The WB has agreed to provide budget support to Bangladesh to address its economic challenges, largely stemming from declining foreign exchange reserves, Finance and Commerce Adviser Salehuddin Ahmed said today.

2h ago