খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

আইনমন্ত্রী বলেন, ‘আমি দুই দিন আগে আমার মতামতসহ ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।’
খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়াচ্ছে সরকার। আইন মন্ত্রণালয় এ ব্যাপারে মত দিয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার (খালেদার) পরিবার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। মতামতে আমি বলেছি যে তার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আগের শর্তে ৬ মাস বাড়ানো যেতে পারে।'

আইনমন্ত্রী বলেন, 'আমি দুই দিন আগে আমার মতামতসহ ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।'

শর্ত অনুযায়ী খালেদা বিদেশে যেতে পারবেন না। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে।

ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি প্রধানকে মুক্তি দিয়েছে সরকার।

করোনা মহামারির ভেতর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর পর দফায় দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালতে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা।

পরের বছর ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে দেওয়ার পর তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে দেয়।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে। তখন তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station reopens

Mirpur-10 metro station resumed operations this morning, almost three months after it was vandalised and consequently shut down in July

44m ago