খালেদা জিয়া লন্ডনে ভালো আছেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন: মির্জা ফখরুল

Begum Khaleda Zia
খালেদা জিয়া | ফাইল ছবি

লন্ডনে 'এখন ভালো' আছেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

তিনি বলেন, 'উনি (খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পর উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।'

বিএনপি চেয়ারপারসন দেশে আসবেন কবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'যতটুকু শুনেছি, আমি পুরোপুরি নিশ্চিত না… এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।'

তিনি বলেন, 'ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে, কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না... একবারের জন্যও বলবেন না।'

'ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরটি ছিল স্যাঁতস্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিল এবং ইঁদুর দৌড়াদৌড়ি করতো… এরকম অবস্থা ফেস করেছেন ম্যাডাম। এরপরও… আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে, বলেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago