বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ চলছে

ঝিনাইদহে শুরু হওয়া বিএনপির রোডমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের একাংশ। ছবি: সংগৃহীত

'এক দফা' দাবিতে সরকার পতনের আন্দোলনের ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোডমার্চ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ, মাগুরা ও খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনার শিববাড়ি এলাকায় শেষ হবে।

শিববাড়িতে রোডমার্চ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য রাখবেন।

খুলনা বিভাগের জেলাগুলো থেকে বিএনপি ও তাদের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই রোডমার্চে যোগ দিয়েছেন। সকাল থেকেই পোস্টার, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে রোডমার্চে যোগ দিতে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় একত্রিত হতে থাকেন তারা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির এই 'এক দফা' আন্দোলন।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

9h ago