‘পুরোনো মামলায় গ্রেপ্তার, নতুন করে বিএনপি নেতাদের গ্রেপ্তারের উদ্দেশ্য নেই’

‘পুরোনো মামলায় গ্রেপ্তার, নতুন করে বিএনপি নেতাদের গ্রেপ্তারের উদ্দেশ্য নেই’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

পুরোনো মামলায় বিএনপি নেতারা গ্রেপ্তার হয়েছেন, নতুন করে গ্রেপ্তারের উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আতঙ্ক ছড়াতে সমাবেশের আগে তার দলের নেতাকর্মীদের আটক করা হচ্ছে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'খুনের মামলা, অস্ত্র মামলার যারা আসামি তাদেরকে আটক করা কি অপরাধ?'

তিনি আরও বলেন, 'যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে; অস্ত্র মামলা, খুনের মামলা, ভাঙচুরের মামলা, অগ্নি সন্ত্রাসের মামলা—এসব মামলায় যারা জড়িত ধারাবাহিকভাবে তাদের ঘটনার সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখানে নতুন করে গ্রেপ্তার করার উদ্দেশ্য সরকারের নেই।'

Comments