ধামরাই চেকপোস্টে বিএনপি নেতাকর্মীদের ১৫ বাস আটকের অভিযোগ

বিএনপির সমাবেশে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশের চেকপোস্ট থেকে ১৫টি বাস আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আজ বুধবার দুপুরে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট থেকে বাসগুলো আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ব্যাক্তিগত সহকারী রেজাউল করিম।
রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নেতাকর্মী বোঝাই ১৫টি বাস মানিকগঞ্জ থেকে ঢাকার সমাবেশে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় চেকপোস্টে পুলিশ বাসগুলো আটকে দেয়। এছাড়া আমিনবাজার চেকপোস্টেও একটি মাইক্রোবাস আটক করেছে। প্রতিটি বাসে অন্তত ৫০-৬০ জন করে নেতাকর্মী ছিলেন।'
সমাবেশে যেন বিএনপি নেতাকর্মীরা যোগ দিতে না পারে এজন্যই পুলিশ অতি উৎসাহী হয়ে নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
তবে বিএনপির সমাবেশগামী বাস আটকের বিষয়টি অস্বীকার করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'হয়তো বাসগুলোর কাগজপত্র ছিল না এজন্য আটক করা হতে পারে। সমাবেশগামী বাস আটকের অভিযোগটি সঠিক না।'
Comments