বিএনপির হরতাল

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন কম

‘আমাদের সাভার পরিবহনের ব্যানারে শতাধিক বাস চন্দ্রা থেকে রাজধানীর সদরঘাট রুটে চলে। প্রতিদিনের তুলনায় আজ খুব অল্পসংখ্যক গাড়ি রাস্তায় নামানো হয়েছে। গতকালের ঘটনায় ভয় থেকে চালক-মালিকরা রাস্তায় গাড়ি নামাননি।’
বিএনপির হরতাল
বিএনপির ডাকা হরতালের সকালে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-আরিচা মহাসড়কে খুবই অল্প সংখ্যক যানবাহন চলছে। প্রতিদিনের তুলনায় মহাসড়কে যাত্রী ও গণপরিবহন কম দেখা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্টরা বলছেন, গতকাল ঢাকায় সহিংসতার পরিপ্রেক্ষিতে কম মানুষ রাস্তায় বের হয়েছেন। এছাড়া গণপরিবহন মালিকরা সড়কে যানবাহন বের করেননি।

আজ রোববার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাভার থেকে আমিনবাজার পর্যন্ত ঘুরে দেখা গেছে, মালবাহী ট্রাক, রিকশা, অটোরিকশা, লেগুনা চলছে মহাসড়কে। দুয়েকটি লোকাল বাস ছাড়া দূরপাল্লার বাস দেখা যায়নি।

সাভার পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সাভার পরিবহনের ব্যানারে শতাধিক বাস চন্দ্রা থেকে রাজধানীর সদরঘাট রুটে চলে। প্রতিদিনের তুলনায় আজ খুব অল্পসংখ্যক গাড়ি রাস্তায় নামানো হয়েছে। গতকালের ঘটনায় ভয় থেকে চালক-মালিকরা রাস্তায় গাড়ি নামাননি।'

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিনের তুলনায় সড়কে যানবাহন কম চলছে। তবে গাবতলী থেকে দূরপাল্লার কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে। মূলত ভয় থেকে রাস্তায় যানবাহন ও যাত্রী কম।'

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাস্তায় নিরাপত্তার কাজ করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।'

Comments