রাজনীতি

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন

স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে
টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন দেওয়ার পর স্থানীয়রা দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ছবি: স্টার

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় টঙ্গীতে একটি বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮ এ  আগুন দেয়।

স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগার পর দ্রুত নেমে পড়েন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments