সাভার-ধামরাইয়ে ৩ মামলায় আসামি বিএনপির ৪০০ নেতাকর্মী

সাভারের হেমায়েতপুরে মৌমিতা পরিবহনের বাসে আগুন। ছবি: স্টার

ঢাকার সাভারে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পৃথক ২টি ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

মামলায় দুটিতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুকে প্রধান আসামী করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, 'ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় গত ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে বিএনপির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২০/১৩০ জনকে আসামি করে মামলা করেছে।'

এছাড়া, গত ২৮ অক্টোবর রাতে হেমায়েতপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক আলাউদ্দিন বাদী হয়ে বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলার ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় বলা হয়েছে, বিএনপি নেতা দেওয়ান মো সালাহউদ্দিন বাবু ও কফিল উদ্দিনের নির্দেশে নেতাকর্মীরা গত ২৭ অক্টোবর রাত সোয়া ১২টা নাগাদ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় রফিকের জুটের গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটায় ও চলন্ত গাড়ি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল নিক্ষেপ করে।

অপরদিকে বাসে অগ্নিসংযোগের মামলার অভিযোগে বলা হয়, গতকাল ২৮ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে বিএনপির মহাসমাবেশ শেষে ফেরার পথে মামলার প্রধান আসামী বিএনপি নেতা দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু ও দ্বিতীয় আসামী কফিল উদ্দিনের নির্দেশে নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর যাদুরচর এলাকায় রাস্তার ইউটার্নে পার্কিং করা অবস্থায় বাসে ভাঙচুর চালায় ও পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারের কথাও বলা হয়েছে।

ধামরাইয়ে বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে মামলা

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দীনকে প্রধান আসামি করে ৪৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গতকাল সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে ঢুলিভিটায় ২০০/২৫০ জনের মতো লোক সরকার বিরোধী স্লোগানসহ একটি মিছিল নিয়ে ধামরাই যাত্রাবাড়ী মোড় থেকে ঢুলিভিটা যাওয়ার সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও ৪টি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়। ওই ঘটনায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দীনকে প্রধান আসামি করে ৪৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago