ঢাকায় প্রাইভেটকারে, চট্টগ্রামে মিনিবাসে আগুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি প্রাইভেটকার ও বন্দরনগরী চট্টগ্রামে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ রোববার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার নিউমার্কেট এলাকার নীলক্ষেত রোডে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি গাড়ি ১০টা ২১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া, চট্টগ্রামের বায়েজিদের অক্সিজেন এলাকার একটি টাউন সার্ভিসের মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আজ সারাদিনে কেবল রাজধানীতেই অন্তত ৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
Comments