মা‌নিকগ‌ঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, বিএনপির মিছিল

মা‌নিকগ‌ঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, বিএনপির মিছিল
ছবি: সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ সোমবার সকালে সরুপাই বাজার এলাকায় মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন।

মা‌নিকগ‌ঞ্জে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, বিএনপির মিছিল
ছবি: সংগৃহীত

এর আগে ভোরে মানিকগঞ্জের জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বভাভিক করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ভোররাতে কে বা কারা সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Comments