আগুন নিয়ে নেমেছে, সতর্ক পাহারায় থাকবেন: নেতাকর্মীদের কাদের

আগুন নিয়ে নেমেছে, সতর্ক পাহারায় থাকবেন: নেতাকর্মীদের কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলা ভয় পেলে আমাদের চলবে না।

আজ রোববার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, 'আপনারা সতর্ক থাকবেন। সতর্ক পাহারায় থাকবেন। আগুন নিয়ে নেমেছে, অস্ত্র নিয়ে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে আন্দোলন করতে চায়, সরকার হটাতে চায়। এটা হলো তাদের এখনকার মোটিভ এবং এ লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে।

'আমরা সতর্ক পাহারায় থাকব ইলেকশন পর্যন্ত। আমাদের যে শান্তি সমাবেশ, শান্তিপূর্ণ পথে যাত্রা, সেই যাত্রা আমরা অব্যাহত রাখব। কারণ আমরা জানি, বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনাকে—আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে,' বলেন তিনি।

তিনি বলেন, 'হারানোর কিছু নেই, আমরা ইলেকশনে জিতব ইনশাল্লাহ। কাজেই এ ধরনের চোরাগোপ্তা হামলা ভয় পেলে আমাদের চলবে না। আমরা মোটেই আতঙ্কিত না। আমরা জনগণকে বলবো, এসব চোরাগোপ্তা হামলা দীর্ঘ দিন চালানো যায় না। এরা তো অনেক কিছুই করবে বলেছিল, এখন কোথায়?'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago