রাজধানীতে বেড়েছে গণপরিবহন চলাচল

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। ছবি: মো. আব্বাস/স্টার

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর ৬টা থেকে।

আজ রোববার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

আজ রোববার সকালে সরেজমিনে ঢাকার যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাজার, মাতুয়াইল, সাইনবোর্ডসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র পাওয়া যায়।

এসব এলাকায় বাস, মিনিবাস, অটোরিকশা, পণ্যবাহী মিনিট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।

যাত্রাবাড়ী বাসস্টপে যাত্রীদের অপেক্ষায় বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। ছবি: মো. আব্বাস/স্টার

রায়েরবাজার মোড়ে অপেক্ষমাণ যাত্রী রেহনুমা বলেন, 'আমাকে আমার থেরাপির জন্য সিআরপিতে যেতে হবে। যদিও আগের অবরোধের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হচ্ছে। কিন্তু আমার টেনশনে হচ্ছে।'

যাত্রাবাড়ীতে তারাবো পরিবহনের হেলপার মোহাম্মদ সাঈদ বলেন, 'এর আগের অবরোধ দিনগুলোর তুলনায় আজ সড়কে যাত্রীর সংখ্যা বেশি। তবে সাধারণ দিনের মতো না।'

এছাড়া ঢাকার প্রায় প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বেশ কয়েকটি মোড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবস্থান নিতেও দেখা গেছে।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago