মশাল-মুখোশসহ আটক সাবেক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

নাটোরে মশাল ও মাস্কসহ সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় আনা হলেও পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাশরীক জামান ওরফে রিফাতকে (২৪) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তাশরীক হাফরাস্তা এলাকার মোস্তফা জামানের ছেলে এবং নাটোর পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাফরাস্তা এলাকার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদের নেতৃত্বে পুলিশ একটি বাড়ির সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ৬টি মশাল, ৩টি মাস্ক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
সেসময় অভিযোগ ওঠে, তাশরিক বিএনপির লোক। তিনি শহরে বুধবারের (আজ) অবরোধ কর্মসূচি উপলক্ষে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে আটকের সময় সেখানে নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।
তবে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিলেও রাতেই তাশরীককে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাস্ক, মশাল ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জড়িত সন্দেহে তাশরিক জামান ওরফে রিফাতকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি নির্দোষ, তাই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।'
জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক ও এমপি শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত সম্পাদক আকরামুল ইসলাম বলেন, 'দলীয় ছেলেরা তাশরিককে আটক করে এমপি ও পুলিশকে জানায়। পরে তার পরিচয় জানতে পেরে ছাত্রলীগের পক্ষ থেকে তাকে ছেড়ে দিতে বলা হয়।'
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, 'এমপি শিমুল বিএনপিকে ফাঁসানোর জন্য এমন নাটক সাজিয়েছেন। বিএনপি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।'
Comments