বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী নাশকতার অভিযোগে গ্রেপ্তার: র‍্যাব

আতাউর রহমান ঢালী। ছবি: সংগৃহীত

নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার শিহাব করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাবের দাবি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা।

এর আগে, গতকাল দিবাগত রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে র‍্যাব গ্রেপ্তার করে।

 

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago