‘বিএনপি নির্বাচনে আসবে না, এটা এক কথায় উড়িয়ে দেওয়া যায় না’

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি নির্বাচনে আসবে না, এটা এক কথায় উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, 'আমরা ভিন্নভাবে বিভাগওয়ারী বা জেলাওয়ারী প্রার্থিতা ঘোষণা করতে চাই না। আমরা একসঙ্গে ৩০০ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে চাই।'

তিনি বলেন, 'চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামীকাল না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে।'

'উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি নির্বাচনে আসবে না, এটা এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। বিএনপির এখনো আসার সুযোগ আছে। হয়ত বিএনপি দলীয়ভাবে, জোটগতভাবে নাও আসতে পারে, বিএনপির ভেতর থেকে অনেকে ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে, আমাদের কাছে খবর আছে। প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নিবেন।'

'কাজেই শেষ মুহূর্তে ছবিটা কোন পর্যায়ে দাঁড়ায় তার ওপরে অনেক কিছুই নির্ভর করছে,' বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, 'রাজনৈতিক আন্দোলনে বিএনপি ব্যর্থ। রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেঁচে নিয়েছে। এসব চোরাগোপ্তা হামলা করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। নির্বাচন যথাসময়ে ও যথারীতি অনুষ্ঠিত হবে।' 

'আমার দলের প্রার্থী নির্বাচনে জনপ্রিয়তাকে গুরুত্ব দিচ্ছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh, Pakistan, China launch trilateral cooperation mechanism

A working group will be formed to follow up on and implement the understandings reached during the meeting

2h ago