রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত ২, হামলাকারীদের আটক করল স্থানীয়রা

স্থানীয়রা হামলাকারী ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত
ককটেল বিস্ফোরণে আহত আব্দুল জলিল ও আবুল বাশার। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে আজ বুধবার দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ও দুপুরে এ এইচ এম কামারুজ্জামান চত্বরে এ দুই পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুপুর ২টার দিকে এ এইচ এম কামারুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতে ২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন-নগরীর হাতেমখান এলাকার অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫) ও কুষ্টিয়ার বাসিন্দা আবুল বাশার (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে ৩ জন রাস্তায় ককটেল নিক্ষেপ করলে আব্দুল জলিলের অটোরিকশার কাছে বিস্ফোরণ ঘটে।

এতে জলিলের মুখে, বুকে এবং তলপেটে স্প্লিন্টারের আঘাত লাগে এবং বাশার বাম পায়ে আঘাত পান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হামলাকারী ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন-রাজপাড়া থানা এলাকার কৃষক দলের সাধারণ সম্পাদক মো. টিটু (৩২), মতিহার কৃষক দলের সদস্য মো. মনিরুল (২৮) ও গোদাগাড়ী কৃষক দলের সদস্য মো. শাহাদাত (২৭)।

এদিকে সকাল সাড়ে ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায়ও ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

Comments