নির্বাচনে অংশ নেবেন টাঙ্গাইলের ৩ সিদ্দিকী ভাই

কাদের সিদ্দিকী আজ বুধবার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ দল থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাজাহান জয়।
টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের তিন ভাই। তারা হচ্ছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এবং ছোট ভাই মুরাদ সিদ্দিকী।

কাদের সিদ্দিকী আজ বুধবার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ দল থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অনুপম শাজাহান জয়।

এছাড়া কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়নপত্রও নিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন ডা. কামরুল হাসান খান। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

আব্দুল লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কাদের সিদ্দিকীর বড় ভাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে শেষ দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন। এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মোজাহেরুল ইসলাম তালুকদার ঠান্ডুকে।

ছোট ভাই মুরাদ সিদ্দিকী এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি৷ পরে টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র মনোনয়ন পত্র নিয়েছেন। মুরাদের সমর্থকরা ধারণা করছেন, শেষ পর্যন্ত তিনি সদর আসন থেকে প্রার্থী হতে পারেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ।

 

Comments