নাটোর

কারাগারে অসুস্থ বিএনপি নেতা ৮ দিন পর হাসপাতালে মারা গেলেন

৩০ নভেম্বর তার জামিন হয়েছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কারাগারে অসুস্থ বিএনপি নেতার মৃত্যু
এ কে আজাদ সোহেল। ছবি: সংগৃহীত

কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত এ কে আজাদ সোহেল (৩৮) নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ন্দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২৯ নভেম্বর অসুস্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সোহেলের বড় ভাই সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতা হওয়ার অপরাধে নাশকতা মামলায় সোহেলকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। নাটোর জেলে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে সে মারা গেছে।'

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় এ কে আজাদ সোহেল গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পরে ৩০ নভেম্বর আদালত তাকে জামিন দেয়। কিন্তু, কারা কর্তৃপক্ষ জানায়, সোহেল অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রহিম নেওয়াজ অভিযোগ করে বলেন, 'সোহেলকে রাজশাহী মেডিকেলের বারান্দায় বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। জামিনের পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের সদস্যরা এ ঘটনা জানলে তারা গিয়ে সোহেলের চিকিৎসার ব্যবস্থা করে।'

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন ডেইলি স্টারকে বলেন, 'নাশকতার মামলার অজ্ঞাত আসামি হিসেবে সোহেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নির্যাতনের পর সে স্ট্রোক করেছিল। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।'

জানতে চাইলে নাটোর জেলা কারাগারের জেলার মো. মোশফিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নাশকতা মামলার আসামি এ কে আজাদ সোহেলকে জেলহাজতে নিয়ে আসা হয় ২১ নভেম্বর। পরে ২৯ তারিখ সন্ধ্যায় অসুস্থ হলে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। এরপর সোহেল রাজশাহী কারাগারের আওতায় চিকিৎসাধীন ছিলেন।'

Comments