ভারত বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে না: রিজভী

বিএনপির রোববারের অবরোধ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের লড়াই শুধু কথা বলার স্বাধীনতার লড়াই নয়, এটি শুধু গণতন্ত্রের লড়াই নয়। এটি রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, 'আজকে প্রত্যক্ষভাবে পার্শ্ববর্তী দেশ থেকে এসে খবরদারি করছে। তারা বড় গণতান্ত্রিক দেশ। অথচ অদ্ভুত ব্যাপার তারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে না।' 

'ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যেটুকু স্বায়ত্তশাসন দিয়েছিল, সেটুকুও বাংলাদেশে নেই। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বায়ত্তশাসন ভোগ করার কোনো সুযোগ নেই এ দেশের মানুষের,' বলেন তিনি।  

রিজভী আরও বলেন, 'আমরা এক উপনিবেশের মধ্যে বসবাস করছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। আমাদের রাষ্ট্রীয় শক্তি নেই। কিন্তু আমাদের আছে জনগণ। এর সঙ্গে আন্তর্জাতিক গণতান্ত্রিক শক্তি হিসেবে আমেরিকা, ব্রিটেনসহ যারা আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছে, এটা আমাদের প্রেরণার উৎস।'

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সামনের নির্বাচন সবাই মিলে আমরা বর্জন করব। সব হুমকি, চোখ রাঙানির মুখে আমরা নির্বাচন বর্জন করব। আমরা প্রতিরোধ গড়ব, রুখে দাঁড়াব। চলমান অহসযোগ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে আমরা প্রতিটি বিষয়ে না করব।'

বিএনপির রোববারের অবরোধ কর্মসূচির উল্লেখ করে দলের এই সিনিয়র নেতা বলেন, 'আগামীকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সবাইকে অনুরোধ করব।'


  

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago