পোস্তগোলায় রাইদা পরিবহনের বাসে আগুন

রাইদা
ফায়ার সার্ভিস বাসটির আগুন নির্বাপণে কাজ করে। ছবি: সংগৃহীত

রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার দুপুর ২টা ৪০ মিনিটে জুরাইনে সালাউদ্দিন পাম্পের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণে কাজ করে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise senior citizens, girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

29m ago