পুলিশের ধারণা ‘নাশকতা’, আইনমন্ত্রী বললেন ‘অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করা হবে’
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নি সহিংসতা যারা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
আইনমন্ত্রী বলেন, 'এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।'
এ ঘটনায় শুক্রবার রাতে এক শোকবার্তায় আইনমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ঘটনাটিকে 'নাশকতা' বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সন্দেহ করছি যে, অপরাধীরা যাত্রী পরিচয়ে ট্রেনে উঠে তাতে আগুন দিয়েছে।'
ঘটনাস্থলে উপস্থিত র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, 'আমরা ঘটনার কারণ খতিয়ে দেখছি। আমাদের ধারণা দুর্বৃত্তরা এ কাজ করেছে।'
ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেন, 'এটা নাশকতা... এটা অমানবিক। যারা এই অপরাধে জড়িত তাদের শাস্তি হবে।'
রেলওয়ে পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা ঘটনাটির তদন্ত করছে বলেও জানান তিনি।
Comments