আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
আন্দালিব রহমান পার্থ। ছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান ডিভিশনের উপকমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, রাত ১টার দিকে গুলশানের বাসা থেকে পার্থকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Comments