দেবিদ্বারে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে সদ্য ক্ষমতাচ্যুত দলটির সাবেক দুই সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে নিহত সিদ্দিক উপজেলার সৈচাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।'

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের রেজিস্ট্রার ডা. আবু জাফর রনি জানান, নিহত সিদ্দিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

স্থানীয়রা বলছেন, সকালে কার্যালয় ভাঙচুরের বিষয়ে ডাকা বৈঠকে জড়ো হন দুই পক্ষের সমর্থকরা। এক পর্যায়ে সেখানেই তারা সংঘর্ষে জড়ান।

Comments

The Daily Star  | English

Trump, Putin in Alaska to end Ukraine war

Donald Trump and Vladimir Putin flew to Alaska yesterday for a high-risk summit that promises a stern test of the US president’s promise to end the bloody war in Ukraine.

2h ago