'শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি'
শেখ হাসিনার রাজনীতি প্রতিশোধের রাজনীতি ছিল বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
আজ শনিবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা ৫০ বছর যে রাজনীতি করেছেন তার প্রধান দুইটা বৈশিষ্ট ছিল। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল, কেন অভ্যুত্থান হয়েছিল ১৫ আগস্ট সেকথা তিনি ভুলে গেছেন।
মামুনুল বলেন, জুলাই ও আগস্ট মাসজুড়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক ঘটনা। পৃথিবীর ইতিহাসে বিরল। শান্ত স্বাভাবিক পরিবেশে সাধারণ ছাত্র-জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকে একবিংশ শতাব্দিতে এসে যা কল্পনা করা কঠিন।
'এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম, এত বর্বর কোনো মানুষের জন্ম হয়েছে কি না আমার সন্দেহ হয়।'
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম।
Comments