জাসদ নেতা মইন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ

‘আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
Mayeen Uddin Khan Badal
মঈন উদ্দিন খান বাদল। ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ (বোয়ালখলী-চান্দগাও) আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি মেরুন রঙের গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। সে সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে।'

সেলিনা খান আরও বলেন, 'একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।'

তথ্যের সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। বিষয়টির তদন্ত চলছে।'

উল্লেখ্য, মইন উদ্দিন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

Now