গাইবান্ধায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার পল্টন মোড় এলাকায় শনিবার সকালে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় প্রায় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানিয়েছেন, বিএনপির একজন ও জামায়াতের একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইসলামি জলসাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাঘাটা উপজেলা জামায়াতের যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বীর অভিযোগ, বিএনপির লোকজন তাদের মিছিলে পেছন থেকে আক্রমণ চালায়। এতে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফ।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম। তার দাবি, জামায়াত নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারাই ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

বাদশা বলেন, 'সংঘর্ষের উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

10m ago