বিমানবন্দরে পৌঁছালেন খালেদা জিয়া

রাত সোয়া ৮টায় গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রাত ১০টা ৫১ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার গাড়িবহর ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করে।

চেয়ারপারসনের কার্যালয়ের কর্মীরা ইতোমধ্যে ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

এর আগে, রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বিকেল থেকেই তার গুলশানের বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন।

সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান।

বিএনপি জানিয়েছে, হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

Comments

The Daily Star  | English
Election Commission

EC’s accountability is key to Bangladesh’s electoral reform

Success of wider electoral reforms depends heavily on the EC’s willingness to adopt reforms.

8h ago