‘খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন’

গণমাধ্যমের সামনে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার প্রাক্কালে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ত্যাগ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে এ কথা জানান।

তিনি বলেন, 'যাওয়ার সময় বেগম খালেদা জিয়া আবারও আমাকে বলেছেন, "আপনি দেশবাসীকে বলবেন, সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমিও আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ যেন এই দেশকে, দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন।"'

এর আগে মির্জা ফখরুল বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী সরকার মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটকে রাখে। এই সময়কালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাসিনাকে অনুরোধ করেছিলাম যেন চিকিৎসার জন্য তাকে (খালেদা জিয়া) দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেনি।'

তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন সব মিথ্যা মামলা থেকে। আজ তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন। আমরা আশা করছি, সুচিকিৎসা পেয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।'

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে এয়ারবাস এ৩১৯ মডেলের এই উড়োজাহাজটিকে।

এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং রাত ১০টা ৫১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়িটি ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করে।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বিকেল থেকেই তার গুলশানের বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন।

সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ৮ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে।

বিএনপি জানিয়েছে, হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

Comments

The Daily Star  | English
public support for interim government

‘People asking us to stay for 5 more years’

Home Adviser Lt Gen (retd) Jahangir Alam Chowdhury yesterday said that people are telling them to stay for five more years.

6h ago