বগুড়া ও গাইবান্ধায় এক্সক্যাভেটর দিয়ে আ. লীগ অফিস গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

বগুড়ার সাতমাথায় আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করে ছাত্র-জনতা। ছবি: মোস্তফা সবুজ/স্টার

বগুড়া ও গাইবান্ধায় এক্সক্যাভেটর দিয়ে আওয়ামী লীগ পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আজ রাত সাড়ে ৮টা থেকে বগুড়া সাতমাথা এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। পরে রাত সাড়ে ৯টার দিয়ে ভাঙা শুরু হয় এক্সক্যাভেটর দিয়ে।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডের রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক্সক্যাভেটর দিয়ে আওয়ামী লীগের আধাপাকা টিনসেট কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। সাড়ে ৯টা থেকে এক্সক্যাভেটর দিয়ে কার্যালয় ভাঙা শুরু হয়।

এর আগে শহরের রেলগেট এলাকায় বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল করে। পরে তারা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

Comments

The Daily Star  | English

Trump's new tariffs take effect, with 104% on Chinese goods

China -- Washington's top economic rival but also a major trading partner -- is the hardest hit

Now