প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, 'বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছন যে, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন।'

'তারা আমাদের এটাও বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব, জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন,' বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, 'ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন হলে গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ হবে।'

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। আগেও বলেছি এখনো বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না।'

অন্তর্বর্তী সরকার আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিছু জানাতে পারে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।     

তিনি বলেন, 'আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি।'

'আরও বলেছি যে এটা অন্তর্বর্তী সরকার। সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি। ন্যূনতম যে সংস্কার সেটা যেন করে। ইতোমধ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছি,' বলেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, 'বিগত ১৫-১৬ বছরে যে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা বলেছি। তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছি।'

'আমরা বলেছি অপারেশন ডেভিল হান্ট অপারেশনে যেন আগের কিছু পুনরাবৃত্তি না হয়, নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, আমরা জোরের সঙ্গে বলেছি,' যোগ করেন মির্জা ফখরুল। 


 

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

46m ago