আন্দোলন থেকে মূলধারার রাজনীতিতে, আজ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

গণঅভ্যুত্থান, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম,

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রায় সাত মাস পর জুলাই গণঅভ্যুত্থানের কর্মীরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে আজ তাদের নতুন দল গঠন করতে যাচ্ছে।

আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা আছে।

এদিকে গতকাল জাতীয় নাগরিক কমিটি তাদের ফেসবুক পেজে দলটির নাম নিশ্চিত করেছে। তারা বলেছে, জাতীয় নাগরিক পার্টির ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

নতুন দলের আহ্বায়ক পদের জন্য নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদের জন্য আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরও চারটি গুরুত্বপূর্ণ পদ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নাহিদ ইসলাম রাজনীতিতে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব।

আখতার হোসেন ও নাহিদ ইসলাম যথাক্রমে গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন। এই প্ল্যাটফর্মটি ২০২৩ সালের ৪ অক্টোবর চালু হয়েছিল এবং গণঅভ্যুত্থানের দুই মাস পর গত বছরের ১৪ সেপ্টেম্বর বিলুপ্ত হয়।

নতুন দলে প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম।

হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক।

দল গঠনের সঙ্গে জড়িত অন্তত তিনজন নাগরিক কমিটির নেতা দ্য ডেইলি স্টারের কাছে নতুন দলের গুরুত্বপূর্ণ পদের বিষয় নিশ্চিত করেছেন।

নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হওয়া প্রায় নিশ্চিত।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আবদুল হান্নান মাসউদকে এনসিপির যুগ্ম সমন্বয়কের দায়িত্ব দেওয়া হতে পারে।

জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহউদ্দিন সিফাতকে এনসিপির দপ্তর সম্পাদক হিসেবে প্রায় নিশ্চিত করা হয়েছে।

গতকাল বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, একাধিক প্রার্থীর কথা ভাবা হচ্ছিল বলে জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ চূড়ান্ত করা হয়নি।

এই পদের জন্য জাতীয় নাগরিক কমিটির সদস্য নাহিদা সারওয়ার নিভা, মনিরা শারমিন ও ড. তাসনিম জারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুমকে নিয়ে আলোচনা চলছে।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি হতে পারে ১৫১ সদস্যের, যেখানে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সমান সংখ্যক সদস্য থাকবে।

এর আগে, নেতৃত্বের পদ নিয়ে মতবিরোধের মুখে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা দল গঠনের উদ্যোগ থেকে সরে দাঁড়ান।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে এবং পূর্ণাঙ্গ কমিটি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হতে পারে।

দল গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সক্রিয় থাকবে। প্লাটফর্ম দুটির কার্যক্রম রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে বর্তমান কার্যালয় থেকে পরিচালিত হবে।

তবে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় আলাদা জায়গায় থাকবে।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

7m ago