‘একটি দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন চাপিয়ে দিলে মেনে নেওয়া হবে না’

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে।

আজ বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় দলের মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, 'মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, অধিকারের জন্য। সেই দেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় আমাদের ২০২৪-এর গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বার বার যেটা বেহাত হয়েছে, বার বার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয় আজকের দিনে এমনটাই প্রত্যাশা।' 

'আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে। যেখানে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বার বার রক্ত দিতে নামতে হবে না', বলেন তিনি।

বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, 'আমরা মনে করি ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪-এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। নতুন তরুণরা যারা নেমে এসেছে, নতুন সময়ের এই বার্তা তারা ধারণ করতে পারছে না।'

'আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয় নির্বাচন ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, ২৪-এর গণঅভ্যুত্থান, ৭১-এর যে সংগ্রাম এবং ৪৭-এর যে আজাদির লড়াই এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে', বলেন তিনি।
 
নাহিদ বলেন, 'আমরা ক্ষমতার লোভে এবং কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই সেই সব সম্ভাবনাকে নষ্ট করে না দেই। আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।'

রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কি না, এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, 'আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনো সেই পাটাতনেই আছি। কিন্তু এখন হয়ত বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের একই পাটাতনে থেকেই পরস্পরের ভিন্নমত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও সামনের দিকে এগুতে হবে। আমরা মনে করি না যে, জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো হয়েছে।'
 

Comments

The Daily Star  | English

Delhi Capitals sign Mustafizur as late IPL replacement

Bangladesh left-arm pacer, who went unsold in the IPL auction earlier this year, finds himself back in the league following unforeseen changes in team compositions due to the ongoing India-Pakistan conflict.

15m ago