সরিষাবাড়ীতে মে দিবসের শোভাযাত্রায় শ্রমিক দলের দুপক্ষের হাতাহাতি, আহত ৫

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় শ্রমিক দলের দুপক্ষের হাতাহাতি অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে উপজেলা শ্রমিক দলের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া (৫৫) ও শ্রমিক দল কর্মী রুবেল শেখ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, 'সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা নিয়ে যোগ দেয়। শোভাযাত্রাটি পৌরসভা চত্বর অতিক্রম করার সময় সাইড দেওয়া নিয়ে শুরু হয় কথাকাটাকাটি। এর জের ধরে পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে শ্রমিক দলের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।'

হাসপাতালে চিকিৎসাধীন দুলাল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদারের সঙ্গে কথাকাটাকাটির জেরেই আমাকে মারধর করা হয়।'

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোর্শেদ তালুকদার। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, 'যমুনা সার কারখানা এলাকা থেকে আমাদের বহর এসে পৌঁছালে কিছু লোক সাইড না দেওয়ায় বাগবিতণ্ডা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে গিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় তারা।'

মোর্শেদ আরও অভিযোগ করেন, 'যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।'

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, 'এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
NCP protest at Baitul Mukarram demanding AL ban

NCP rally underway at Baitul Mukarram demanding AL trial, ban

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

3h ago