নতুন চেহারায় ফ্যাসিবাদী চেতনার বিস্তার ঘটছে: আলোচনা সভায় বক্তারা

ছবি: সংগৃহীত

'আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিলেও নতুন চেহারায় ফ্যাসিবাদী চিন্তা-চেতনার বিস্তার ঘটছে। গণঅভ্যুত্থানের ১০ মাস পরেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা আসেনি।'

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের 'ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক' শীর্ষক বইয়ের বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, 'গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে আরও এক ধরনের অস্বস্তি ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দ্রুত এই অবস্থার অবসান ঘটাতে না পারলে  আমরা আমাদের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে পারব না।'

কালের দাবি প্রকাশনীর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, সাংবাদিক মুস্তফা কামাল মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর, সাংবাদিক ও গবেষক অনিন্দ্য আরিফসহ অনেকে।

সভা পরিচালনা করেন কালের দাবি প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আকবর খান।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, 'ফ্যাসিবাদের পেছনে থাকে উন্মাদনার রাজনীতি: অন্যদেরকে ছোট করার রজনীতি। তুলনামূলকভাবে অনগ্রসর, পশ্চাৎপদ দেশেও ফ্যাসিবাদ আসতে পারে।'

তিনি বলেন, 'বিপুল সম্ভাবনা থাকলেও মানুষের মন বুঝতে না পারায় বামপন্থীরা এখনো বড় কিছু করতে পারেনি।'

মাহমুদুর রহমান মান্না বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখন কাজের চেয়ে কথা হচ্ছে বেশি। সংস্কার নিয়ে অনেক হৈচৈ কিন্তু গত ১০ মাসে কোথাও গুরুত্বপূর্ণ কোনো সংস্কার হয়নি। সরকার কী করতে চায়, তাও আর বোঝা যাচ্ছে না।'

সাইফুল হক বলেন, 'ব্যতিক্রম ছাড়া, যেকোনো গণঅভ্যুত্থান মানুষকে মুক্ত করে, অধিকার প্রতিষ্ঠা করে, গণতান্ত্রিক পরিসর বৃদ্ধি করে। কিন্তু আমাদের হাজারো শহীদের রক্তেভেজা চব্বিশের গণঅভ্যুত্থান মানুষের নিরাপত্তা দেয়নি, জীবন-জীবিকায় স্বস্তি আনেনি। বিপ্লবের নামে গায়ের জোরে বিশেষ বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।'

তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনের জন্য মানুষ ষোল বছর আন্দোলন করেনি।'

বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন দৃশ্যমান করে তুলতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago