আদালতের টয়লেটে পড়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহত

ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালতের হাজতের টয়লেটের পড়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহত হয়েছেন।
হাজতের ইনচার্জ শেখ কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'সকাল সাড়ে ৯টার দিকে একটি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতে রাখা হয়।'
তিনি আরও বলেন, 'সকাল ১১টার দিকে তিনি টয়লেটে গেলে সেখানে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।'
Comments