কেউ ভারতীয় আধিপত্যবাদের গোলাম হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব: নাহিদ ইসলাম

কুষ্টিয়ায় পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবার যদি কেউ ভারতীয় আধিপত্যবাদের গোলাম হয়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াব।

এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরে এক পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ শায়িত রয়েছেন। আমরা সেই আবরার ফাহাদের কথা বলছি যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারারাত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল।'

'আমরা সেই শহীদ আবরার ফাহাদের উত্তরসূরী। আমরা দাঁড়িয়ে আছি শহীদ ইয়ামিনের মাটিতে। শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের রাজনীতির যে আকাঙ্ক্ষা আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতির আশা-আকাঙ্ক্ষা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব,' বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, 'আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে।'

'আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি গোলামী নয়-আজাদি। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি পিণ্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনের বাংলাদেশে স্বাধীনভাবে মর্যাদার সাথে আমরা দাঁড়াব, আমরা রাষ্ট্র বিনির্মাণ করব,' যোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, 'একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে , তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন, বাংলাদেশের জনগণের পক্ষে স্ট্যাটাস দিয়েছিলেন। আমরা সেই শহীদ আবরারের পথ ধরে আধিপত্যবাদবিরোধী লড়াই-সংগ্রাম চালিয়ে যাব।'

তিনি বলেন, 'নতুন সংবিধান এবং সংস্কার না হওয়া পর্যন্ত সেই সংগ্রামে আপনাদের আহ্বান জানাচ্ছি আমরা সারাদেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব।'

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

1h ago