পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ১০

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার দুপুরে সুজানগর পৌর এলাকায় নন্দিতা সিনেমা হলের পাশে এই সংঘর্ষ হয়। এতে সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফও (৫০) আহত হয়েছেন।
সূত্র জানিয়েছে, গতকাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন আব্দুর রউফের ভাতিজা কাউছার। এর জের ধরেই আজ সংঘর্ষ বাধে।
সূত্র আরও জানিয়েছে, কাউছার স্থানীয় ছাত্রদল নেতা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বুধবার দুপুরে কাউছার ও আশিকের মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে গড়ায়।
'উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়েছিলেন উভয়পক্ষকে থামাতে। তাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়েছে,' বলেন মজিবর রহমান।
তিনি জানান, সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। আহতদের মধ্যে সাতজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও কয়েকজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়। আঞ্চলিক বা ব্যক্তিগত বিষয়।
Comments