ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদান

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের কিছুক্ষণ পর আবার যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফা সংলাপের ২০তম দিন সকাল থেকে এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হয়। কিছুক্ষণ পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ওয়াকআউট করেন। তারপর ১২টা ১৬ মিনিটে আবার বৈঠকে যোগ দেন।

এর আগে, আজ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং ন্যায়পাল পদে সদস্য নিয়োগের প্রস্তাবিত বিধান নিয়ে আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় দলটি।

সকাল ১১টা ৩০ মিনিটে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ নিয়োগ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন। পরে সালাহউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেন, তারা এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেবেন না।

এরপর অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই জানিয়েছিল, তারা আলোচনায় উপস্থিত থাকবে না।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল অংশ না নিলে আলোচনায় অগ্রগতি হবে কি না—সে বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মন্তব্য করেন, কোনো বড় রাজনৈতিক দল আলোচনা থেকে বাদ গেলে ঐকমত্য গঠন সম্ভব নয় এবং অগ্রগতি থেমে যাবে।

সংলাপের আহ্বায়ক মনির হায়দার বলেন, আগের কয়েকটি বৈঠকে এক বা একাধিক দল ভিন্নমতের নোট জমা দিলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছিল।

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago