খালেদা জিয়াকে ফুলের তোড়া পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূস ও খালেদা জিয়া। ফাইল ফটো

খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা এ শুভেচ্ছা স্মারক পাঠান বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ দিনে তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারাদেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে।'

'আজ বিকেলে খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন,' বলেন ডা. জাহিদ।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা 'ফিরোজা'য় চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

গতকাল রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়েছে চীনা দূতাবাস।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। এ বছর তিনি ৮১ বছরে পা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Nearly 200 killed in Pakistan monsoon rains in 24 hours

Says disaster authority; majority of the deaths, 150, were recorded in mountainous Khyber Pakhtunkhwa province

3h ago