অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে প্রশাসনে স্বৈরাচারের প্রেতাত্মারা প্রস্তুত: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো প্রশাসনে অবস্থান করছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য প্রস্তুত রয়েছে।'
আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি শহরের কলেজপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক স্কুলছাত্রের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
রিজভী বলেন, 'শেখ হাসিনার নিষ্ঠুরতা, নির্যাতন ও ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যে রক্তস্রোত বইয়েছেন, তার জন্য দায়ী ব্যক্তিদের পাসপোর্ট অফিস থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এ ধরনের লোকজনই শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নৈরাজ্য তৈরি করছে।'
তিনি বলেন, এসব তৎপরতার লক্ষ্য হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে ব্যর্থ করে দেওয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, তা নিশ্চিত করা।
Comments