বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের মিছিল
বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে বিক্ষোভকারীরা।
আজ বুধবার সকাল ১১টা থেকে তারা মিছিল শুরু করেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে জড়ো হন বিক্ষোভকারীরা। মিছিল নিয়ে আদালত চত্বরে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করেন। এরপর তারা আদালত চত্বর থেকে ২০ গজ দূরে রোমেনা আফাজ সড়কে অবস্থান নেন। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে শহরের জেলখানা মোড় হয়ে আদালত চত্বরের দিকে যাওয়ার সময় তাদের বাধা দেয় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। পরে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি শেষ করেন।
Comments