দিনাজপুরে স্লোগান দিতেই শিক্ষার্থী-অভিভাবকসহ আটক ১০

শহীদ মিনারের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করা মাত্র শিক্ষার্থীদের আটক করে পুলিশ। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দিনাজপুরে 'মার্চ ফর জাস্টিসে' অংশ নেওয়া ৯ শিক্ষার্থী ও এক অভিভাবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের পর পুলিশ তাদের দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: স্টার

পুলিশ জানায়, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সকাল ১১টার দিকে শহরের গোর-ই-শহীদ বড় মাঠে জড়ো হয়। এসময় তাদের কয়েকজনের সঙ্গে অভিভাবকও কর্মসূচিতে অংশ নেন। 

এ খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল ও পুলিশ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওই স্থান ত্যাগ করার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে শহীদ মিনারের সামনে গিয়ে জড়ো হয়ে 'তোমাদের কোটা তুমি নাও, আমাদের ভাইকে ফিরিয়ে দাও'সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করে। 

ঠিক সেসময় ডিবির সদস্যসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে ৯ শিক্ষার্থীকে আটক করে। আটক এক শিক্ষার্থীর অভিভাবক এগিয়ে গেলে পুলিশ তাকেও আটক করে।

পরে পুলিশ বাকি শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে এলাকা খালি করে দেয়। তবে কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কোনো বলপ্রয়োগ করা হয়নি বলে দাবি পুলিশের।

ওসি ফরিদ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে ৯ শিক্ষার্থী ও এক অভিভাবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago