শাহবাগে ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেনের ওপর হামলা

এমরান হোসেন

পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গনে দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেনের ওপর হামলা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এমরান জানান, হামলাকারীরা লাঠি দিয়ে তার পিঠে ও মাথায় আঘাত করে। ভেস্ট ও হেলমেট থাকায় তিনি রক্ষা পান। তবে লাঠির বাড়িতে হাতে-পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি।  

এমরান আরও জানান, হামলাকারীরা তার সঙ্গে থাকা ব্যাগ ছিঁড়ে ফেলে, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া দেন।

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইটপাটকেল ছোড়েন।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago