জাতীয়করণের দাবিতে শাহবাগে তৃতীয় দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান। ছবি: প্রবীর দাশ/ স্টার

জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় আজও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকেরা। এনিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আছেন। এই নিয়ে টানা তিন দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা।

ময়মনসিংহ থেকে আসা আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের এক দফা, এক দাবি—জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। গত প্রায় ৪০ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না। আমরা খুবই কষ্টে আছি। এজন্যই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।

লক্ষ্মীপুর থেকে আসা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সাইফুল্লাহ হেলাল বলেন, তারা তাদের দাবি আদায় করেই বাড়ি ফিরতে চান।

সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ আছে।

শাহবাগ এলাকায় পুলিশ মোতায়েন আছে।

গত রোববার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন।

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago