লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ৮

স্টার অনলাইন গ্রাফিক্স

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে আটজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

আজ রোববার লক্ষ্মীপুরে পৌরসভার তমিজ মার্কেটের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাসার সামনে এ  সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ওসমান গনি (২৩), মো. কাওসার (২৬), আফনানের (২২) পরিচয় জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্তদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তাদের একজন মারা যান।'

দুপুর সাড়ে ১২টা থেকে আহত হয়ে শতাধিক লোক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, 'অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাসার সামনে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আটজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।'

Comments

The Daily Star  | English

Smooth traffic on Dhaka-Mymensingh highway despite passenger rush

By the afternoon, buses were running at full capacity, with no empty seats available

7m ago