চট্টগ্রামে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ করছে করদাতা সুরক্ষা পরিষদ।
চট্টগ্রাম বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ করে করদাতা সুরক্ষা পরিষদ | ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ করছে করদাতা সুরক্ষা পরিষদ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর কদমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদের নেতারা সিটি করপোরেশনের উদ্দেশে রওনা হন।  

এর আগে সংগঠনটির পক্ষ থেকে সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

মিছিলটি দেওয়ানহাট-টাইগার পাস হয়ে সিটি করপোরেশনের দিকে যাওয়ার সময় পুুলিশ তাদের টাইগার পাস মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর তারা সেখাসে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকে।

এ বিষয়ে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আফসার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে সিটি করপোরেশন ঘেরাও করে মেয়রের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।' 

 

Comments