চট্টগ্রাম

সোডা অ্যাশ ঘোষণায় আমদানি করা আড়াই কোটি টাকার কাপড় জব্দ

‘এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মামলা দায়ের করা হবে।’
জব্দকৃত কাপড়। ছবি: সংগৃহীত

ভারত থেকে সোডা অ্যাশ ঘোষণায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি পিস ও লেহেঙ্গা এনেছেন ফেনীর আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ।

আজ সোমবার বিকেলে চালানটি পরীক্ষা শেষে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়ায় তা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ভারত থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে এলেও তা খালাসের কোনো উদ্যোগ নেননি আমদানিকারক। পণ্য চালানের ধরন ও রপ্তানি বন্দর অসামঞ্জস্য তথ্যের কারণে তা নজরদারিতে রাখে কাস্টমস। সোমবার চালানটি পরীক্ষা করে মিথ্যা ঘোষণার প্রমাণ পায় কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত পণ্যের আমদানি মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। রাজস্ব মিলিয়ে এর মূল্য দাঁড়ায় ২ কোটি ৫৩ লাখ টাকায়।

কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, 'ঈদকে সামনে রেখে বেশি মুনাফা করার লক্ষ্যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চালানটি খালাসের চেষ্টা করছিল আমদানিকারক। কাস্টমসের ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় চালানটি নজরদারিতে রাখার পর আজ সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে তা পরীক্ষা করা হয়।'

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Comments