রাউজান বিদ্যুৎকেন্দ্র চালুর ৩ দিন পরই আগুন লেগে বন্ধ, তদন্ত কমিটি গঠন

দীর্ঘ তিন বছর পর উৎপাদনে ফেরার মাত্র তিন দিনের মাথায় আগুন লেগে ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র।
গতকাল বুধবার বিকেলে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটের ব্যাটারি কক্ষে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে দেওয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রটিতে গতকাল বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎকেন্দ্রের সূত্র জানায়, ৪৪০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি প্রায় তিন বছর বন্ধ থাকার পর গত রোববার চালু করা হয়েছিল। দুর্ঘটনার আগ পর্যন্ত কেন্দ্রটির দুই নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল।
রাউজান বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আব্দু জাহেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাটারি কক্ষে আগুন লাগার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। প্রথমে আমাদের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।'
তিনি আরও বলেন, 'দীর্ঘদিন বন্ধ থাকার পর গত রোববারই ইউনিটটি চালু করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, মাত্র তিন দিনের মাথায় এটি আবার অচল হয়ে গেল। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।'
প্রধান প্রকৌশলী জানান, মূলত গ্যাস-সংকটের কারণেই বিদ্যুৎকেন্দ্রটি এতদিন উৎপাদনে ছিল না। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে ক্ষতিগ্রস্ত ব্যাটারিগুলো প্রতিস্থাপনের চেষ্টা করছি, যাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদন আবার শুরু করা যায়।'
Comments